Advertisement

Tsunami alert Russia Hawaii: এক ঘণ্টায় ৫ বার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি রাশিয়া ও হাওয়াইয়ে

প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল। মাত্র এক ঘণ্টার ব্যবধানে কমচাটকা উপদ্বীপের কাছে পরপর ৫ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনার পর রাশিয়া ও হাওয়াইয়ের জন্য সুনামি সতর্কতা জারি হয়েছে।

ঘণ্টায় ৫ বার ভূমিকম্প, রাশিয়া ও হাওয়াইয়ে সুনামি সতর্কতা জারি।ঘণ্টায় ৫ বার ভূমিকম্প, রাশিয়া ও হাওয়াইয়ে সুনামি সতর্কতা জারি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2025,
  • अपडेटेड 3:03 PM IST
  • প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল।
  • মাত্র এক ঘণ্টার ব্যবধানে কমচাটকা উপদ্বীপের কাছে পরপর ৫ বার ভূমিকম্প।
  • ঘটনার পর রাশিয়া ও হাওয়াইয়ের জন্য সুনামি সতর্কতা জারি হয়েছে।

প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল। মাত্র এক ঘণ্টার ব্যবধানে কমচাটকা উপদ্বীপের কাছে পরপর ৫ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনার পর রাশিয়া ও হাওয়াইয়ের জন্য সুনামি সতর্কতা জারি হয়েছে।

আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, রবিবার রাশিয়ার কমচাটকার পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।

প্রথমে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, কমচাটকার কাছে ভূমিকম্পের মাত্রা  ৬.৭ ছিল। তবে পরে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) এবং আমেরিকার ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানায়, ভূমিকম্প আসলে ৭.৪ মাত্রার ছিল।

ঘণ্টায় ৫ বার ভূমিকম্প
ইউএসজিএস জানিয়েছে, ওই এলাকায় এক ঘণ্টার মধ্যে মোট ৫ বার ভূমিকম্প হয়েছে। সবগুলিরই কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

৫ বার ভূমিকম্প

  • ৬.৬ মাত্রা (পেট্রোপাভলোভস্ক-কমচাটস্কির ১৪৭ কিমি পূর্বে)

  • ৬.৭ মাত্রা (পেট্রোপাভলোভস্ক-কমচাটস্কির ১৫১ কিমি পূর্বে)

  • ৭.৪ মাত্রা (পেট্রোপাভলোভস্ক-কমচাটস্কির ১৪৪ কিমি পূর্বে)

  • ৬.৭ মাত্রা (পেট্রোপাভলোভস্ক-কমচাটস্কির ১৩০ কিমি পূর্বে)

  • ৭.০ মাত্রা (পেট্রোপাভলোভস্ক-কমচাটস্কির ১৪২ কিমি পূর্বে)

  • সুনামির আশঙ্কা
    ইউএসজিএস জানাচ্ছে, ৭.৪ মাত্রার ভূমিকম্পের জেরে ৩০০ কিলোমিটার পর্যন্ত সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। এটি ১৮৬ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে।

    ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে, পেট্রোপাভলোভস্ক-কমচাটস্কি শহরের কাছে।

    পরিস্থিতির দিকে নজর প্রশাসনের
    এই ঘটনার পর রাশিয়া ও হাওয়াইয়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

    তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। প্রশাসন সতর্ক দৃষ্টিতে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

    বিশেষজ্ঞরা বলছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বরাবরই ভূমিকম্পপ্রবণ। তাই এখানে ভয়াবহ কম্পন হলে, সেক্ষেত্রে সুনামির সম্ভাবনা আরও প্রবল থাকে।

    কমচাটকার এই ভূমিকম্পে আন্তর্জাতিক মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রাশিয়া ও হাওয়াই প্রশাসন।

    Read more!
    Advertisement
    Advertisement