Advertisement

Japan earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি অ্যালার্ট, ফিরল ২০১১-র স্মৃতি

জাপানে প্রবল ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। ভূমিকম্পের পরেই জাপানের দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কম্পনের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ জাপানে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু এবং শিকোকু দ্বীপপুঞ্জকে কেঁপে ওঠে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে, যার গভীরতা ২৫ কিলোমিটার।

৭.১ মাত্রার প্রবল ভূমিকম্প জাপানে, সুনামি সতর্কতা জারি৭.১ মাত্রার প্রবল ভূমিকম্প জাপানে, সুনামি সতর্কতা জারি
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 08 Aug 2024,
  • अपडेटेड 2:03 PM IST
  • জাপানের রেকর্ডে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল ২০১১ সালে
  • প্রায় ১৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল

জাপানে প্রবল ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। ভূমিকম্পের পরেই জাপানের দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কম্পনের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ জাপানে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু এবং শিকোকু দ্বীপপুঞ্জকে কেঁপে ওঠে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে, যার গভীরতা ২৫ কিলোমিটার।

কর্মকর্তারা সুনামি সতর্কতা জারি করেছেন। সমুদ্র ১ মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। মিয়াজাকি, কোচি, ওইটা, কাগোশিমা এবং এহিমে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জাপান সরকার ভূমিকম্প মোকাবিলায় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে।

জাপান বিশ্বের সবচেয়ে টেকটোনিকভাবে সক্রিয় দেশগুলির মধ্যে একটি। সারা বছরই এই দেশে ভূমিকম্প হয়। কখন কখনও তীব্র ভূমিকম্প হয়। যার কারণে সুনামির সম্ভাবনা থাকে। ১২৫ মিলিয়নের দেশ জাপানে প্রতি বছর পর দেড় হাজার বার ভূমিকম্প হয়। যার বেশিরভাগই মৃদু।

আরও পড়ুন

চলতি বছরের শুরুতেই একটি তীব্র ভূমিকম্প আঘাত হানে জাপানে। অন্তত ২৬০ জন মারা গিয়েছিলেন। জাপানের রেকর্ডে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল ২০১১ সালের মার্চ মাসে। ২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব উপকূলে সমুদ্রের নীচের রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প হয়। যা একটি সুনামির সূত্রপাত করেছিল, যার ফলে প্রায় ১৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। বহু মানুষ আহত হয়েছিলেন। এছাড়াও অনেক মানুষকে খুঁজে পাওয়া যায়নি। 

Read more!
Advertisement
Advertisement