Advertisement

Turkey Earthquake Monday: ফের ভূমিকম্পে কাঁপল তুরস্ক, কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৪

Turkey Earthquake Monday: তুরস্কে ফের ভূমিকম্প। এবার কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৪। জোরদার কাঁপনে জেরবার দেশ। তুরস্কের হতায় এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। হতাহত বা ক্ষয়ক্ষতি কত হয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

ফের ভূমিকম্পে কাঁপল তুরস্ক, কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৪
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Feb 2023,
  • अपडेटेड 11:34 PM IST
  • ফের ভূমিকম্পে কাঁপল তুরস্ক
  • কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৪

Turkey Earthquake:  তুরস্কে ফের ভূমিকম্প। এবার কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৪। জোরদার কাঁপনে জেরবার দেশ। তুরস্কের হতায় এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। কদিন আগেই ৭.৪ এর ভূমিকম্পের পর এবার ফের তুরস্কে আতঙ্কের পরিবেশ। নতুন করে ভূমিকম্প হতেই হুলুস্থুল পড়ে যায় গোটা দেশেই। নতুন করে ক্ষয়ক্ষতির খবর মিলছে। তবে কত ক্ষতি হয়েছে বা হতাহত হয়েছে কি না, তা স্পষ্ট করে জানা যায়নি। কিছুক্ষণের মধ্যেই ছবিটা পরিষ্কার হবে। এর আগে দু'সপ্তাহ আগেই তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের তছনছ হয়ে যায় দুটি দেশ। বিশেষ করে তুরস্ক ক্ষয়ক্ষতি হয়েছিল সবচেয়ে বেশি। ৪৫ হাজারের বেশি লোকের মৃত্যু হয়ে গিয়েছে। যার ধাক্কা সামলে উঠতে পারেনি দেশটি। তার মধ্যে নতুন করে ভূমিকম্প।

আরও পড়ুনঃ তুরস্ক-সিরিয়াতে, ধ্বংসস্তূপে জীবন খুঁজে বেড়াচ্ছে ভারতীয় টিম দেখুন PHOTOS

১৫ দিন আগের ভয়াবহ স্মৃতি ফের ফিরে এল তুরস্কে। নতুন করে ভূমিকম্পে কাঁপল গোটা দেশ। ৬.৪ ম্যাগনিটিউড তীব্রতায় জোরদার ঝটকা অনুভূতি হল দেশের বিভিন্ন প্রান্তে। এমনিতেই পুরনো বিপর্যয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি দেশের মানুষ। তার মধ্যে নতুন করে ফের বিধ্বংসী ভূমিকম্প অনেকটাই তছনছ করে দিল তুরস্কবাসীর পুনরূজ্জীবনের আশা। এখনও পর্যন্ত হতাহতের খবর সামনে আসেনি। তবে হতাহত হয়নি এটা এখনই বলা যাচ্ছে না। কিন্তু যে ছবি সামনে আসছে তাতে দেখা যাচ্ছে যে লোকেদের মধ্যে আতঙ্কের পরিস্থিতি। লোকেরা বাড়ির ঘর থেকে বেরিয়ে বাইরে দৌড়াদৌড়ি করছেন। তারা এখনও পর্যন্ত ১৫ দিন আগের ভূমিকম্পের রেশ কাটিয়ে উঠতে পারেননি।

তথ্যের জন্য জানিয়ে দিই যে, তুরস্কের ভূমিকম্পের প্রথম ঝটকা ৬ ফেব্রুয়ারি ভোর ৪ টা বেজে ১৭ মিনিটে লাগে।রিখটার স্কেলে এর তীব্রতা ৭.৮ magnitude ছিল। ভূমিকম্পের কেন্দ্র ছিল দক্ষিণ তুর্কির গাজিয়াটেপ এলাকা। তীব্রতা 6.4 ম্যাগনিটিউড। ভূমিকম্পের ঝটকার ধারাবাহিকতা এখানেই শেষ হয়নি। এরপরে ৬.৫ তীব্রতার একটা আরও একটা ঝটকা লাগে। ভূমিকম্পের পরপর ঝটকায় মালাটয়া, সানলি ওরফা, ওসমানিয়ে এবং রিয়ারবাকি সহ ১১ টি প্রদেশে বহু বাড়ি-ঘর ধ্বংস হয়ে যায়। বিকেল ৪ টার সময় ফের ভূমিকম্প হয়। এর ঠিক দেড় ঘন্টা পরে বিকেল সাড়ে ৫ টায় ভূমিকম্পের পঞ্চম ঝটকা লাগে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement