Advertisement

Donald Trump: ভারতের উপর ক্ষুব্ধ ট্রাম্প? এবার Apple CEO-কে দিলেন বিশেষ পরামর্শ, বিতর্ক

ভারতের উপর কি চটে লাল ডোনাল্ড ট্রাম্প? অ্যাপলের সিইও টিম কুককে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের এক পরামর্শ ঘিরে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নানা মহলে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প দাবি করেছেন যে, তিনি অ্যাপলের সিইও-কে বলেছেন যাতে, ভারতে অ্যাপলের উৎপাদন বাড়ানো না হয়। 

অ্যাপলের সিইও-কে ট্রাম্পের এহেন নির্দেশবাণী ঘিরে চর্চা শুরু।অ্যাপলের সিইও-কে ট্রাম্পের এহেন নির্দেশবাণী ঘিরে চর্চা শুরু।
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 15 May 2025,
  • अपडेटेड 2:57 PM IST
  • ভারতের উপর কি চটে লাল ডোনাল্ড ট্রাম্প?
  • অ্যাপলের সিইও টিম কুককে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের এক পরামর্শ ঘিরে শোরগোল।
  • সম্প্রতি আমেরিকার উপর পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে ভারত।

ভারতের উপর কি চটে লাল ডোনাল্ড ট্রাম্প? অ্যাপলের সিইও টিম কুককে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের এক পরামর্শ ঘিরে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নানা মহলে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প দাবি করেছেন যে, তিনি অ্যাপলের সিইও-কে বলেছেন যাতে, ভারতে অ্যাপলের উৎপাদন বাড়ানো না হয়।

ঠিক কী বলেছেন ট্রাম্প?

ট্রাম্পকে উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে, 'ভারতে আপনারা উৎপাদন করুন, তাতে আমরা আগ্রহী নই। ওরা নিজেদেরটা বুঝে নিতে পারে। দারুণ কাজ করছে ওরা।'

 

সম্প্রতি আমেরিকার উপর পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে ভারত। এর আগে, ভারতের ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানির উপর আমেরিকার শুল্ক  বৃদ্ধির পাল্টা ভারত ওই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। আর তার পর পরই অ্যাপলের সিইও-কে ট্রাম্পের এহেন পরামর্শ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। 


অন্য দিকে, ভারত-পাক সংঘর্ষ বিরতির কথা শনিবার প্রথম এক্স হ্যান্ডলে দাবি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যদিও ট্রাম্পের ওই বক্তব্যকে সিলমোহর দেয়নি ভারত। বরং নয়াদিল্লি জানিয়েছে, সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমও-র সঙ্গে যোগাযোগ করেছিলেন। পাকিস্তানের আর্জি মেনেই সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত। পরে কাশ্মীর প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারত। গত মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে, পাকিস্তানের উচিত বেআইনি ভাবে দখল করে রাখা পাক অধিকৃত কাশ্মীর খালি করে দেওয়া। তিনি এ-ও বলেন যে, জম্মু ও কাশ্মীর নিয়ে যে কোনও সমস্যা শুধুমাত্র ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ভাবে সমাধান করতে হবে। এতে তৃতীয় কোনও পক্ষের ভূমিকা থাকবে না। এই প্রেক্ষাপটে ট্রাম্পের এদিনের মন্তব্য ভিন্ন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন অনেকে। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement