Advertisement

Indian Migrants in US: ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করে দিল আমেরিকা, ট্রাম্পের কড়া পদক্ষেপ

প্রায় ৭ লক্ষ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে। মেক্সিকো ও এল সালভাদোরের পর মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের জনসংখ্যায় তৃতীয় সর্বোচ্চ। রয়টার্স জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে পেন্টাগন থেকে বিমান দেওয়া হচ্ছে।

আমেরিকায় অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরুআমেরিকায় অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু
Aajtak Bangla
  • ওয়াশিংটন ,
  • 04 Feb 2025,
  • अपडेटेड 10:21 AM IST
  • C-17 সেনাবিমানে ওই ভারতীয় অভিবাসীদের পাঠানো হয়েছে
  • প্রায় ৭ লক্ষ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে
  • ভেরিপাই করবে ভারতও

এবার আমেরিকায় অবৈধ ভাবে বসবাসকারী ভারতীয়দের ফেরত পাঠাতে শুরু করে দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সেনা বিমানে করে ভারতীয়দের পৌঁছে দেওয়া হচ্ছে দিল্লি। জানা গিয়েছে, আমেরিকায় বসবাসের জন্য প্রয়োজনীয় নথি ওঁদের কাছে নেই।

C-17 সেনাবিমানে ওই ভারতীয় অভিবাসীদের পাঠানো হয়েছে

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েই অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বের করতে কোমর বেঁধে নেমে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার জানিয়েছেন, C-17 সেনাবিমানে ওই ভারতীয় অভিবাসীদের পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বিমানটি ফেরার কথা নেই।

প্রায় ৭ লক্ষ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে

প্রায় ৭ লক্ষ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে। মেক্সিকো ও এল সালভাদোরের পর মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের জনসংখ্যায় তৃতীয় সর্বোচ্চ। রয়টার্স জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে পেন্টাগন থেকে বিমান দেওয়া হচ্ছে। এল পাসো, সান দিয়েগো, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া থেকে ধৃত বিভিন্ন দেশের প্রায় পাঁচ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরাতে আমেরিকার সামরিক বাহিনীর বিমান ব্যবহার করা হচ্ছে। পেরু, গুয়েতেমালা এবং হন্ডুরাসে ইতিমধ্যে ফেরত পাঠানো হয়েছে অবৈধ অভিবাসীদের। দেশজুড়ে অভিযান চালিয়ে বহু অবৈধ লাতিন আমেরিকা থেকে আগত অভিবাসীদেরও গ্রেফতার করেছে ট্রাম্পের পুলিশ। 

ভেরিপাই করবে ভারতও

গত মাসে কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর এস জয়শঙ্কর জানিয়েছিলেন, বিদেশে অবৈধ ভাবে বসবাসকারী ভারতীয়দের রাখতে কেন্দ্র সর্বদাই তৈরি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যাঁদের ফেরত পাঠানো হচ্ছে, তাঁদের ভেরিপাই করবে ভারতও। এটি কেবল আমেরিকার জন্য নয়, সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ঠিক মনে করবেন, সেটাই করবেন।'  

Read more!
Advertisement
Advertisement