দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের দৃঢ়় বন্ধুত্ব দেখেছে বিশ্ব। সেই ধারাকে অব্যাহত রেখে প্রধানমন্ত্রী মোদী ও ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ হল। ফোনে কথার বলার পরেই ট্রাম্প জানালেন, সম্ভবত ফেব্রুয়ারি মাসেই হোয়াইট হাউসে আসবেন প্রধানমন্ত্রী মোদী।
মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর ফেব্রুয়ারিতে
ট্রাম্পের কথায়, 'ওঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হল ফোনে। উনি সম্ভবত ফেব্রুয়ারি মাসেই হোয়াইট হাউস আসবেন। আমাদের তো ভারতের খুব ভাল সম্পর্ক। সব বিষয়েই মোদীর সঙ্গে আলোচনা হয়েছে।' হোয়াইট হাউসের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ইন্দো-প্যাসিফিক রিজিয়নের নিরাপত্তা, মধ্য-প্রাচ্য, ইউরোপের নানা সমস্যা নিয়ে কথা হয়েছে।
ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে আমি উচ্ছ্বসিত
ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদী। তিনি লেখেন, ‘আজ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে আমি উচ্ছ্বসিত। দ্বিতীয়বার ঐতিহাসিক জয়ের জন্য তাঁকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকার ও বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দেশের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে আগামী দিনেও একসঙ্গে কাজ করব।’
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রতিনিধি হিসেবে ছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। গত ৭ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পরেই তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদী।
মোদী-ট্রাম্পের দৃঢ় বন্ধুত্ব অতীতেও দেখেছে বিশ্ব
বস্তুত, এর আগে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন থেকেই মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব বেশ মজবুত। ২০১৯-এর সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ছিল ‘হাউডি মোদী’ সভায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়ের সামনে ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্লোগান দিয়েছিলেন মোদী। ২০২০-র ফেব্রুয়ারিতে দু’দিনের ভারত সফরে এসে গুজরাতের মোতেরায় মোদীর নামাঙ্কিত পুনর্নির্মিত ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনে গিয়েছিলেন ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প।