Advertisement

Donald Trump: জাপানে ‘গার্ড অফ অনারে’ বিভ্রান্ত ট্রাম্প, প্রোটোকল ভুলে আজব আচরণ, VIRAL

জাপান সফরে গিয়ে ফের বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টোকিওতে তাঁর সম্মানার্থে অনুষ্ঠিত গার্ড অফ অনার অনুষ্ঠানে ট্রাম্পের একের পর এক অদ্ভুত আচরণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে মার্কিন প্রেসিডেন্টের বিভ্রান্ত পদক্ষেপ দেখে হতবাক উপস্থিত অতিথিরা, আর নেট দুনিয়া হাসিতে ফেটে পড়েছে।

টোকিওতে ডোনাল্ড ট্রাম্প।-ফাইল ছবিটোকিওতে ডোনাল্ড ট্রাম্প।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Oct 2025,
  • अपडेटेड 11:02 AM IST
  • জাপান সফরে গিয়ে ফের বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • টোকিওতে তাঁর সম্মানার্থে অনুষ্ঠিত গার্ড অফ অনার অনুষ্ঠানে ট্রাম্পের একের পর এক অদ্ভুত আচরণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জাপান সফরে গিয়ে ফের বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টোকিওতে তাঁর সম্মানার্থে অনুষ্ঠিত গার্ড অফ অনার অনুষ্ঠানে ট্রাম্পের একের পর এক অদ্ভুত আচরণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে মার্কিন প্রেসিডেন্টের বিভ্রান্ত পদক্ষেপ দেখে হতবাক উপস্থিত অতিথিরা।

ভিডিওতে দেখা যাচ্ছে, গার্ড অফ অনার গ্রহণের সময় ট্রাম্প প্রথমে কর্মীদের দিকে হাত তুলে স্যালুট করেন, কিছু সেকেন্ড পরেই হাত নামিয়ে ফেলেন। মুখভঙ্গি ও শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল, তিনি নিশ্চিত নন কী করা উচিত। তারপর হঠাৎই জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির ইঙ্গিত উপেক্ষা করে এগিয়ে চললেন। প্রধানমন্ত্রী থামার ইশারা দিলেও ট্রাম্প যেন শুনতেই পেলেন না, এলোমেলো পায়ে আনমনে হাঁটতে থাকলেন।

পরিস্থিতি এমন দাঁড়ায় যে, এক পর্যায়ে এক জাপানি নিরাপত্তারক্ষী ট্রাম্পকে ইঙ্গিত করেন কোন দিক দিয়ে ডায়াসে যেতে হবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তাতে কর্ণপাত না করে সোজা হাঁটতে থাকেন। অবশেষে প্রধানমন্ত্রী তাকাইচি নিজেই এগিয়ে এসে পথ দেখিয়ে নিয়ে যান তাঁকে মঞ্চে। এরপর দুই নেতা জাতীয় সংগীত বাজানোর সময় সম্মান প্রদর্শন করেন।

সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ট্রাম্পকে নিয়ে নেটিজেনদের কটাক্ষ ও হাস্যরস শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, ট্রাম্প বুঝতেই পারছিলেন না কোথায়, কী করতে হবে। অন্যরা বলেছেন, তিনি যেন গার্ড অফ অনার নয়, গলফ কোর্সে হাঁটছেন।

তবে বিষয়টি নিছক মজার নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি ৭৯ বছর বয়সি ট্রাম্পের মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। কয়েকদিন আগেই তিনি ভারতকে ইরানের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন এবং দাবি করেছিলেন যে তাঁর শুল্কনীতি নাকি ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত ঠেকিয়েছিল।

 

Read more!
Advertisement
Advertisement