ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পর পরই শেয়ার বাজারে ধস নামছে সর্বত্র। গত সপ্তাহে বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। তার পরই বিভিন্ন দেশে শেয়ারবাজারে ধস নামতে শুরু করেছে। এই আবহে ট্রাম্প বললেন, 'কখনও কখনও কিছু জিনিস ঠিক করতে ওষুধের প্রয়োজন হয়।'
বাজারে ধসের আবহে রবিবার ট্রাম্প বলেছেন, 'আমি চাই না, কোনও বাজারে ধস নামুক। কিন্তু কখনও কখনও কিছু ঠিক করতে ওষুধ নিতে হয়।' শেয়ার বাজারে বেসালাম অবস্থা দায় নিতে চান না বলেই সাফ জানিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, 'শেয়ার বাজারে কী হচ্ছে, বলতে পারব না। কিন্তু আমাদের দেশ অনেক শক্তিশালী।'
অন্য দিকে, ফের পূর্বতন জো বাইডেন সরকারকে নিশানা করেছেন ট্রাম্প। বলেছেন, 'আমেরেকিার সঙ্গে খারাপ আচরণ করে এসেছে অন্যান্য দেশ। কারণ আমাদের নেতৃত্ব মূর্খ ছিলেন। তাই এমনিটা হয়েছে।'
এদিকে, ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন যে তিনি তাঁর ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, 'প্রতিটি দেশই শুল্ক নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চায়...।' ট্রাম্প আশা করছেন, শুল্ক ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা ইতিবাচক ফল দেবে।
ভারতের পণ্যের উপর ২৭ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ভারতের উপর শুল্প আরোপ করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা তোলেন ট্রাম্প। একইসঙ্গে তাঁর গলায় শোনা যায় অনুযোগের সুর। কী বলেছেন ট্রাম্প? ট্রাম্প বলেছেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি আমেরিকায় এসেছিলেন। তিনি আমার খুব ভালো বন্ধু। কিন্তু, এই সফরে আমি প্রধানমন্ত্রী মোদীকে বলেছিলাম, আপনি আমাদের সঙ্গে ঠিকমতো আচরণ করছেন না। ভারত সবসময় আমেরিকা থেকে ৫২ শতাংশ শুল্ক নেয়। তাই আমরা তাদের অর্ধেক ২৭ শতাংশ শুল্ক আরোপ করব।'