কানাডা, মেক্সিকো, ভারত এবং চিনের ওপর নয়া শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ তিনি পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রথমবার সংসদে ভাষণ দেন তিনি। শুল্ক আরোপ, ইউক্রেনের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বড় ঘোষণা করেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস চেম্বার থেকে হাউসে ভাষণ দেন ট্রাম্প। এর থিম হল The Renewal of the American Dream.
২ এপ্রিল থেকে রেসিপ্রকাল ট্যারিফের ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ২ এপ্রিল থেকে কানাডা, মেক্সিকো, চিন এবং ভারতের উপর রেসিপ্রকাল ট্যারিফ অর্থাৎ পারস্পরিক কর আরোপ করার কথা ঘোষণা করেন। এই টাকায় দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার কথাও ঘোষণা করেন। তাঁর দাবি, এখনও বাইডেনের ব্যর্থ নীতির সংশোধন করতেই অযথা সময় ব্যয় হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, "যে দেশই আমাদের ওপর শুল্ক আরোপ করুক না কেন, আমরা তাদের ওপরও একই শুল্ক আরোপ করব। অন্যান্য দেশ কয়েক দশক ধরে আমাদের উপর প্রচুর শুল্ক আরোপ করে আসছে। ইউরোপ, চিন, ব্রাজিল, ভারত এবং অন্যান্য দেশ আমাদের উপর খুব উচ্চ শুল্ক আরোপ করছে, যা ভুল।"
শুধু তাই নয়, এবার আরও একবার জোর গলায় বলেন, আমেরিকায় কেবল দু'টি লিঙ্গই থাকবে, পুরুষ এবং মহিলা। তৃতীয় লিঙ্গকে জায়গা দেওয়ার পক্ষপাতি নন ট্রাম্প। এমনকি পুরুষদের জন্য মহিলাদের যে সমস্ত খেলাধুলো সেগুলি করাও নিষিদ্ধ করে দেন। ট্রাম্প বলেন, "কিছুদিন আগে আমি ইংরেজিকেই একমাত্র সরকারি ভাষা করেছি। মেক্সিকো উপসাগর হয়ে গেল আমেরিকার উপসাগর।" পাশাপাশি, প্রতিটি নতুন সিদ্ধান্তের জন্য ১০০টি পুরনো সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত নেন।