Advertisement

Donald Trump: 'বন্দিদের না ফেরালে নিশ্চিত মৃত্যু', হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের

শুল্ক ইস্যুতে বড় সিদ্ধান্তের পর এবার হামাসকে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পুরোদমে ইজরায়েল এজেন্ডায় ফিরেছেন তিনি। গাজায় বন্দি থাকা ইজরায়েলিদের ফিরিয়ে দিতে হামাসকে কঠোর ও চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প।

হামাসকে শেষ হুঁশিয়ারি ট্রাম্পেরহামাসকে শেষ হুঁশিয়ারি ট্রাম্পের
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 06 Mar 2025,
  • अपडेटेड 7:47 AM IST

শুল্ক ইস্যুতে বড় সিদ্ধান্তের পর এবার হামাসকে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পুরোদমে ইজরায়েল এজেন্ডায় ফিরেছেন তিনি। গাজায় বন্দি থাকা ইজরায়েলিদের ফিরিয়ে দিতে হামাসকে কঠোর ও চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প।

হামাস সন্ত্রাসবাদীদের অবিলম্বে বন্দিদের ফিরিয়ে না দিলে চরম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। বন্দিদের না ফেরালে মৃত্যু নিশ্চিত বলে দাবি করেন। ট্রাম্প সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামাসকে হুঁশিয়ারি দেন। এখনই বন্দিদের মুক্তি না দিলে ধ্বংস নিশ্চিত বলে দাবি করেন।

ট্রাম্পের এই প্রতিক্রিয়ার পর হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন সরকার হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে। প্যালেস্তাইনে বন্দি থাকা ইসরায়েলিদের মুক্তি দিতে বলা হয়েছে।

সম্প্রতি, আমেরিকা হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি। মার্কিন সরকার ১৯৯৭ সালে হামাসকে একটি বিদেশী সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করে।

ট্রাম্প হামাসকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের মৃতদেহ রাখার জন্য হামাসকে 'মানসিকভাবে অসুস্থ' বলে আক্রমণ করেন। ট্রাম্প বলেন, হামাসের উচিত এই ধরনের মৃতদেহ সম্মানের সঙ্গে ফিরিয়ে দেওয়া।

ট্রাম্প হামাসকে অবিলম্বে গাজা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। গাজার জনগণের কাছে আবেদন করেছেন তাদের জন্য 'সুবর্ণ ভবিষ্যত' দেওয়ার।
 

Read more!
Advertisement
Advertisement