Donald Trump on Canada: তিনি এখনও আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেননি। ২০ জানুয়ারি হপ্তা দুয়েক দেরি আছে। তার আগেই কানাডা দখলের হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) গলায়। শপথগ্রহণের আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত বাড়ানোর অ্যাজেন্ডা শুরু করে দিলেন ট্রাম্প। তাঁর দাবি, কানাডা হতে চলেছে আমেরিকার ৫১ত স্টেট। এমনকী ম্যাপও শেয়ার করে দিয়েছেন।
কানাডা দখলের হুঙ্কার ট্রাম্পের
ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দুটি ম্যাপ শেয়ার করেছেন। একটি ম্যাপে তিনি দেখিয়েছেন, কানাডা আমেরিকারই অন্তর্গত আরেকটি স্টেট। প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার পর তিনি কানাডা দখল করতে অর্থনৈতিক বাহিনী পাঠাবেন বলেও সাংবাদিক সম্মেলনে দাবি করেন। এমনকী পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলের জন্যও সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে ভাবী মার্কিন প্রেসিডেন্টের। এক্স হ্যান্ডেলে ট্রাম্প লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে এবং কানাডার টিকে থাকতে যে ভর্তুকির দরকার তার ভার আর বইতে পারবে না যুক্তরাষ্ট্র। জাস্টিন ট্রুডো এটা জানতেন, তাই তিনি পদত্যাগ করেছেন।
মুখ খুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
ভাবী মার্কিন প্রেসিডেন্টের এই দাবির প্রেক্ষিতে মুখ খুলেছেন ইস্তফার ঘোষণা করে দেওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর দাবি, কানাডা আমেরিকার অংশ হতে চলেছে, এরকম কোনও সম্ভাবনাই নেই। কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলিও এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'কানাডাকে একটি শক্তিশালী দেশ তৈরি করার পরিকল্পনার বিষয়টি বোধ হয় বুঝতে পারেননি। আমাদের অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট মজবুত, আমরা কোনও হুমকির সামনে নত হব না।'
গত নভেম্বরেও ট্রুডোকে প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প
এর আগে গত নভেম্বর মাসে কানাডাকে একই প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। ট্রুডো সাক্ষাতের পর সোশাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছিলেন, কানাডা চাইলে আমেরিকার অঙ্গরাজ্য হতে পারে। যদিও ট্রুডো সে প্রস্তাব খারিজ করেছিলেন।