হামাস জঙ্গিরা ইজরায়েলের শিশুদের শিরচ্ছেদ করেছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন যে সন্ত্রাসবাদীরা ইজরায়েলি শিশুদের শিরচ্ছেদ করেছে,সেই ছবি তিনি যে কখনও দেখবেন তা ভাবেননি। বাইডেন বলেন, "এই হামলা ছিল নৃশংস ও নিষ্ঠুরতার প্রচার। আমি কখনই এসব ছবি দেখব বলে ভাবানি।'
শনিবারের হামলাকে হলোকাস্টের পর থেকে ইহুদিদের জন্য সবচেয়ে মারাত্মক দিন বলে অভিহিত করেছেন বাইডেন। তিনি বলেছেন, হামাসের সন্ত্রাসবাজী হামলা ইহুদি জনগণের বিরুদ্ধে হলোকাস্টের বিদ্বেষ ও গণহত্যার বেদনাদায়ক স্মৃতি ফিরিয়ে এনেছে। তিনি বলেন, 'গত কয়েক দিনের অন্ধকারে সেই আলো খুঁজে পাওয়া কঠিন, যখন হামাসের মতো সন্ত্রাসবাজী গোষ্ঠীগুলি কেবল সন্ত্রাসই নয়, নিছক মন্দ, নিছক মন্দ বিশ্বের কাছে নিয়ে এসেছিল, মন্দ যা সবচেয়ে খারাপের প্রতিধ্বনি করে। কিছু ক্ষেত্রে আইএসআইএস-র চেয়েও খারাপ নৃশংসতা। ইজরায়েলে হাজারের বেশি অসামরিক লোককে হত্যা করা হয়েছে। আমি বেশ কিছু ইজরায়েলি নেতা, বিশ্বের অনেক নেতা, এই অঞ্চলের নেতাদের সঙ্গেও কথা বলছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ২২ জন আমেরিকান নাগরিক।'
মার্কিন প্রেসিডেন্টের কথায়, 'আমরা ইজরায়েলের পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং ভাইস প্রেসিডেন্ট এবং আমি এবং আমার নিরাপত্তা দলের বেশিরভাগ সদস্য আজ সকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আবার কথা বলেছি। সন্ত্রাসবাদের কোনও যৌক্তিকতা নেই। কোনও অজুহাত নেই। ইজরায়েলের নিরাপত্তার প্রতি আমার প্রতিশ্রুতি রয়েছে। ইহুদি জনগণ অদম্য। মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলের পিছনে রয়েছে। আমরা আজ এবং তার পরেও এটি নিয়ে কাজ করতে যাচ্ছি।'
ইসরায়েল-হামাস যুদ্ধ
ইজরায়েলি সরকার বলেছে যে তাদের ১৫৫ জন সেনা-সহ কমপক্ষে ১২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে, প্যালেস্তাইন জানিয়েছে যে গাজায় মৃতের সংখ্যা ৯৫০। হামাস জঙ্গিদের আক্রমণের পাল্টা হিসেবে ইজরায়েলি যুদ্ধ বিমানগুলি গাজার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে থেকে তারা গাজায় হামাসের ওপরে সবচেয়ে বড় আকারের হামলা চালাচ্ছে।