Advertisement

Vladimir Putin India Today Interview: 'ব্যক্তি' পুতিন কেমন? Exclusive ইন্টারভিউ নিয়ে জানালেন ইন্ডিয়া টুডে-র এডিটর ইন চিফ

ভারত সফরে আসার আগেই ভ্লাদিমির পুতিনের মুখোমুখি ইন্ডিয়া টুডে। এডিটর-ইন-চিফ অরুণ পুরীর সঙ্গে কথোপকথোনে জানা গেল রুশ প্রেসিডেন্ট ব্যক্তি হিসেবে কেমন। সবচেয়ে চর্চিত এই রাষ্ট্রনেতা ইন্ডিয়া টুডে-র সঙ্গে আলাপচারিতায় কী বললেন?

ভ্লাদিমির পুতিনের সঙ্গে অরুণ পুরী ও কলি পুরীভ্লাদিমির পুতিনের সঙ্গে অরুণ পুরী ও কলি পুরী
Aajtak Bangla
  • মস্কো, রাশিয়া ,
  • 04 Dec 2025,
  • अपडेटेड 11:13 PM IST
  • ভ্লাদিমির পুতিনের মুখোমুখি ইন্ডিয়া টুডে
  • জানা গেল রুশ প্রেসিডেন্ট ব্যক্তি হিসেবে কেমন
  • ইন্ডিয়া টুডে-র সঙ্গে আলাপচারিতায় কী বললেন পুতিন?

২৫ বছর ধরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট। সেই ভ্লাদিমির পুতিন বিশ্বের কাছে কীভাবে এত বছর ধরে এমন শক্তিশালী ব্যক্তিত্ব বজায় রেখেছেন? তাবড় রাষ্ট্রনেতাদের মধ্যে সবচেয়ে চর্চিত এই প্রেসিডেন্টের সঙ্গে কথোপকথনে এই সমস্ত সিক্রেট জানতে পারল ইন্ডিয়া টুডে। 

মস্কোর ক্রেমলিনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন ইন্ডিয়া টুডে গ্রুপের চেয়ারম্যান তথা এডিটর ইন চিফ অরুণ পুরী এবং ভাইস চেয়ারপার্সন তথা এক্সিকিউটিভ এডিটর ইন চিফ কলি পুরী। ভারত সফরের পূর্বে তাঁদের সঙ্গে আলোচনায় পুতিন নানা অজানা কথা বললেন। 

অরুণ পুরীর প্রশ্নের উত্তরে পুতিন বলেন, 'আমি কখনও পিছনে ফিরে তাকাই না।' ইন্ডিয়া টুডে-র এডিটর ইন চিফ বলছেন, 'আমি এমন একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করলাম যিনি ভুল স্বীকার করতে পছন্দই করেন না।'

পাশ্চাত্যের মারাত্মক চাপ থাকা সত্ত্বেও ভারত এবং রাশিয়া বরাবরই নিজেদের সম্পর্ক অটুট রেখেছে। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরও কিছুটা শান দিতে ২ দিনের ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়া থেকে তেল কেনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর মোট ৫০% করের বোঝা চাপিয়েছেন। 

ওয়েস্টার্ন মিডিয়া তাঁকে অধিকাংশ সময়ে যেভাবে প্রোজেক্ট করে পুতিনের আসল ব্যক্তিত্বটা ঠিক তেমনই? অরুণ পুরী বলেন, 'পুতিনকে অধিকাংশ সময়ই ওয়ার্ল্ড মিডিয়া যেভাবে দেখায়, তার থেকে সম্পূর্ণ আলাদা একজন মানুষ তিনি। তাঁর ইতিহাস সম্পর্কে নিজস্ব ধারণা রয়েছে। বিশ্বকে দেখার আলাদা নজর রয়েছে পুতিনের। ব্যক্তিগত ভাবে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে এটাই বুঝলাম।' উনি কী বোঝাতে চাইছেন, তা সম্পর্কে সম্পূর্ণ স্পষ্ট পুতিন। জানিয়েছেন অরুণ পুরী। 

ইন্ডিয়া টুডে গ্রুপের ভাইস চেয়ারপার্সন তথা এক্সিকিউটিভ এডিটর ইন চিফ কলি পুরী বলেন, 'শক্তিশালী গ্লোবাল ইমেজের তুলনায় পুতিন খুব ফ্রেন্ডলি, অমায়িক এবং নরম মনের মানুষ। আমরা ভাবতেও পারিনি এমন অনেক বিষয় নিয়ে তিনি আগ্রহী ছিলেন, যেমন পরিবেশ।' 

বৃহস্পতিবার ভ্লাদিমির পুতিনের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বাণিজ্য এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে দুই 'বন্ধু' নেতার বৈঠক রয়েছে। 

Advertisement

প্রসঙ্গত, ইন্ডিয়া টুডে-তে ভ্লাদিমির পুতিনের এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখুন। গত ২ দশকের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন রুশ প্রেসিডেন্ট। 

 

Read more!
Advertisement
Advertisement