ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল WHO। বিশ্বের নানা দেশে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। ভারতের করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তা নিয়ে চিন্তিত খোদ WHO প্রধান।
সম্প্রতি ট্রেডস ঘেব্রেইসাস জানান, বিশ্বজুড়ে ,করোনা ভয়ানক আকার নিয়েছে। এই বছরই তা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। গতবছর করোনার যে চেহারা বিশ্ববাসী দেখেছে, একুশে তা আরও মারাত্মক হতে চলেছে।
ট্রেডস ঘেব্রেইসাসের কথায়, 'প্রথসম বছরের তুলনায় এবছর করোনা আরও প্রাণঘাতী হতে পারে। জাপানে করোনা পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে। আদৌ টোকিও অলিম্পিক হবে কিনা সন্দেহ। এই অবস্থায় চিন্তা ব্যক্ত করল হু।
আরও পড়ুন : COVID LIVE: রাজ্যে নতুন করে সংক্রমিত ২০, ৮৪৬, দিল্লিতে কমছে আক্রান্তের সংখ্যা
ভারতকে নিয়ে আশঙ্কা
বিশেষ করে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে ব্যাপক চিন্তা ব্যক্ত করেছেন ট্রেডস ঘেব্রেইসাস। তিনি বলেন, ভারতের করোনা পরিস্থিতি চিন্তাজনক। বিভিন্ন রাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে। মৃত্যুও বেড়ে চলেছে।
জানা গিয়েছে, ভারতের করোনা পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদেশে কীভাবে সাহায্য পাঠানো যায়, তা নিয়ে আলাপ আলোচনা চলছে।
ভ্যাকসিন নিয়ে চিন্তা
গোটা বিশ্ব ভ্যাকসিনের সমস্যায় ভুগছে একথা স্বীকার করে নিয়েছেন ট্রেডস ঘেব্রেইসাস। করোনার কারণে বিভিন্ন দেশে লকডাউন চলছে। এতে অর্থনীতি ক্ষতির মুখে পড়বে বলেও চিন্তা ব্যক্ত করেন তিনি।