Advertisement

Marion Biotech Cough Syrup: ভারতের দুই কাফ সিরাপ বিপজ্জনক, সতর্কতা জারি WHO-র

উজবেকিস্তানে (Uzbekistan) ১৯ শিশুর মৃত্যুর ঘটনায় ভারতে তৈরি কাফ সিরাপই (Cough Syrups) দায়ী বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তারা সুপারিশ করেছে যে নয়ডার কোম্পানি মেরিয়ন বায়োটেকের (Marion Biotech) তৈরি দুটি কাশির সিরাপ শিশুদের দেওয়া উচিত নয়।

মেরিয়ন বায়োটেকের তৈরি কাফ সিরাপ শিশুদের জন্য বিপজ্জনক, সতর্কবার্তা জারি WHO-র
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 12 Jan 2023,
  • अपडेटेड 10:34 AM IST
  • ভারতে তৈরি কাফ সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ জন শিশুর মৃত্যু হয়
  • গাম্বিয়ায় মৃত্যু হয় ৬৬ জনের

উজবেকিস্তানে (Uzbekistan) ১৯ শিশুর মৃত্যুর ঘটনায় ভারতে তৈরি কাফ সিরাপই (Cough Syrups) দায়ী বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তারা সুপারিশ করেছে যে নয়ডার কোম্পানি মেরিয়ন বায়োটেকের (Marion Biotech) তৈরি দুটি কাশির সিরাপ শিশুদের দেওয়া উচিত নয়। এক বিবৃতিতে হু বলেছে, 'উজবেকিস্তানে ১৯ জনের মৃত্যুর সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে। তাই ভারতের মেরিয়ন বায়োটেকের তৈরি কাশির সিরাপগুলি শিশুদের দেওয়া উচিত নয়। দুটি পণ্য হল AMBRONOL সিরাপ এবং DOK-1 ম্যাক্স সিরাপ। উভয় পণ্যের প্রস্তুতকারক মেরিয়ন বায়োটেক। পরীক্ষাগার বিশ্লেষণে দেখা গিয়েছে যে উভয় পণ্যেই অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকোল অথবা ইথিলিন রয়েছে।'

গত ডিসেম্বরে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে যে একটি ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির দ্বারা তৈরি ওষুধ খাওয়ার পরে দেশে ১৯ শিশু প্রাণ হারিয়েছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, "এই মেডিকেল পণ্য দুটি নিম্নমানের (দূষিত) পণ্যকে বোঝায়। নিম্নমানের চিকিৎসা পণ্য এমন পণ্য যা গুণমানের মান বা স্পেসিফিকেশন পূরণ করতে ব্যর্থ হয়। এই উভয় পণ্যেরই এই অঞ্চলের অন্যান্য দেশে বিপণনের অনুমোদন থাকতে পারে। এগুলি বাজারের মাধ্যমে অন্যান্য দেশ বা অঞ্চলে বিতরণ করা হতে পারে।'

আরও পড়ুন:One Rupee Chop: এই দোকানে চপ-সিঙাড়া সব ১ টাকা, অগ্নিমূল্যের বাজারে বেচাদার বাম্পার সেল

রাষ্ট্রসংঘের স্বাস্থ্য সংস্থা যোগ করেছে যে উল্লেখ করা দুটি নিম্নমানের পণ্য অনিরাপদ এবং তাদের ব্যবহার গুরুতর অসুস্থতা বা মৃত্যুর কারণ হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।

উজবেকিস্তানে ১৮ জন শিশুর মৃত্যুর সঙ্গে যুক্ত মেরিয়ন বায়োটেক কোম্পানির উৎপাদন লাইসেন্স বাতিল করেছে উত্তরপ্রদেশের স্বাস্থ্য বিভাগ। পর্যাপ্ত নথি না দিতে পারার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গাম্বিয়ার শিশুদের মৃত্যুর একই রকম ঘটনা সামনে এসেছে। এর আগে গাম্বিয়া থেকেও একই অভিযোগ উঠেছিল। গাম্বিয়ায় কাশির সিরাপ খাওয়ার পর ৬৬টি শিশু মারা গিয়েছিল। ওই বিষয়টিরও ভারত সরকার তদন্তও করছে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement