Advertisement

Woman Missing In Pakistan: পাকিস্তানে তীর্থে গিয়ে নিখোঁজ হন এই ভারতীয় মহিলা, তারপর যা হল...

শিখ জাঠায় অংশ নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন পাঞ্জাবের মহিলা সরবজিৎ কৌর। তারপর এই শিখ মহিলা হয়ে যায় নিখোঁজ। এখন আবার খবর, তিনি ইসলাম গ্রহণ করেছেন। সেই সঙ্গে বিয়ে করে নিয়েছেন এক পাকিস্তানি পুরুষকে। তাদের বিয়ের একটি উর্দু 'নিকাহনামা' (ইসলামের বিবাহপত্র) সামনে এসেছে। যার ফলে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

পাকিস্তানে গিয়ে নিখোঁজপাকিস্তানে গিয়ে নিখোঁজ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Nov 2025,
  • अपडेटेड 12:55 PM IST
  • শিখ জাঠায় অংশ নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন পাঞ্জাবের মহিলা সরবজিৎ কৌর
  • তারপর এই শিখ মহিলা হয়ে যায় নিখোঁজ
  • এখন আবার খবর, তিনি ইসলাম গ্রহণ করেছেন

শিখ জাঠায় অংশ নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন পাঞ্জাবের মহিলা সরবজিৎ কৌর। তারপর এই শিখ মহিলা হয়ে যান নিখোঁজ। এখন আবার খবর, তিনি ইসলাম গ্রহণ করেছেন। সেই সঙ্গে বিয়ে করে নিয়েছেন এক পাকিস্তানি পুরুষকে। তাদের বিয়ের একটি উর্দু 'নিকাহনামা' (ইসলামের বিবাহপত্র) সামনে এসেছে। যার ফলে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

কী লেখা হয়েছে নথিতে?

নথিতে উল্লেখ করা হয়েছে, পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা সরবজিৎ কৌর ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তিনি এখন 'নূর' নাম গ্রহণ করেছেন। তারপর তিনি লাহোরের কাছে শেখুপুরার বাসিন্দা নাসির হুসেনকে বিয়ে করেছেন। আর ঘটনা ঘিরেই এখন বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

সরবজিৎ কৌর অন্যান্য শিখ তীর্থযাত্রীদের সঙ্গে ধর্মীয় সফরের অনুমতি নিয়ে ৪ নভেম্বর ওয়াঘা-আটারি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে তীর্থ করার উদ্দেশ্যই ছিল তাঁর। তবে সেখানে থেকেই ঘটনা অন্য মোড় নেয়।

গুরুনানক দেবের ৫৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তীর্থযাত্রীরা পাকিস্তানে গিয়েছিলেন। তারপর ১৩ নভেম্বর ১৯০০ তীর্থযাত্রীর দল ভারতে ফিরে এসেছেন। কিন্তু কৌর ফিরে আসেননি। তিনি নিখোঁজ ছিলেন।

এরপর এই নিয়ে শুরু হয়ে যায় তৎপরতা। এমন পরিস্থিতিতে পাকিস্তানি অভিবাসন দফতর ভারতীয় কর্তৃপক্ষকে জানায় যে এই মহিলার ফিরে যাওয়ার কোনও রিপোর্ট তাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে পুলিশ একটি প্রাথমিক রিপোর্ট জমা দেয়। আরও তদন্ত চেয়েছে তারা।

এখন ভারতীয় আধিকারিকরা সরবজিতের গ্রামে গিয়েছেন। সেখানে গিয়ে তার এবং পরিবারের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন।

কে এই সরবজিৎ?

সরবজিতের বয়স ৫২। তার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। তার প্রাক্তন স্বামীর নাম কর্নেল সিং। তিনি আবার ৩০ বছর ধরে ইংল্যান্ডে থাকেন। তাঁর পাসপোর্ট পাঞ্জাবের মুক্তসার জেলা থেকে দেওয়া হয়েছে। সেই নথিতে তিনি বাবার নাম ব্যবহার করেছেন। স্বামীর নাম করেননি।

কারা করে এই জাঠা?

এই জাঠায় তীর্থযাত্রীদের নেতৃত্ব দিয়েছেন অকাল তখতের ভারপ্রাপ্ত জাঠেদার জিয়ানি কুলদীপ সিং গারগজ।

Advertisement

তীর্থযাত্রীদের এই দলটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একাধিক ধর্মীয় স্থানে যায়। পাশাপাশি নানকানা সাহেবের গুরুদ্বারা জনম আস্থান এবং করতারপুরের গুরুদ্বার শ্রী দরবার সাহেব সহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলি পরিদর্শন করেছেন। আর সেখানে গিয়েই নিখোঁজ হয়ে যান এই মহিলা। এখন অবশ্য তাঁর বিয়ে করার খবর সামনে আসছে।

Read more!
Advertisement
Advertisement