বিতর্কিত ইসলামিক প্রচারক ডঃ জাকির নায়েককে নিয়ে নতুন করে ছড়িয়েছে গুজব। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছিল, তিনি এডসে আক্রান্ত এবং চিকিৎসাধীন। তবে নায়েক নিজেই এই প্রতিবেদনগুলিকে 'ভুয়ো খবর' বলে উড়িয়ে দিয়েছেন।
নায়েকের প্রতিক্রিয়া
‘ফ্রি মালয়েশিয়া টুডে’-এর সঙ্গে কথা বলার সময় জাকির নায়েক বলেন, 'এটি আবর্জনা, এটি ভুয়ো খবর। আমার স্বাস্থ্য একেবারেই ভালো।' তিনি অভিযোগ করেন, তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ঘৃণা ছড়ানো কয়েকজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই গুজব ছড়াচ্ছে।
আইনজীবীর বক্তব্য
নায়েকের আইনজীবী আকবরউদ্দিন জানিয়েছেন, তাঁর মক্কেল গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের চিন্তাভাবনা করছেন। তিনি বলেন, 'নায়েককে অপমান করার জন্য ভুয়া খবরকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। শেষবার যখন আমি তাঁর সঙ্গে দেখা করি, তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন।'
কে এই জাকির নায়েক?
নিজেকে ইসলামিক প্রচারক এবং শান্তির দূত হিসেবে উপস্থাপন করলেও নায়েকের বক্তৃতা প্রায়শই বিতর্কের জন্ম দিয়েছে। ২০১৭ সালে তিনি অর্থপাচার ও প্রদাহজনক বক্তৃতার অভিযোগে ভারত থেকে পালিয়ে মালয়েশিয়ায় চলে যান। বর্তমানে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে।
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ও জাতীয় তদন্ত সংস্থা (NIA) নায়েককে ওয়ান্টেড ঘোষণা করেছে। ২০১৯ সালের মে মাসে ইডি সন্ত্রাসবাদে অর্থায়নের মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। তাতে উল্লেখ, নায়েকের ১৯৩ কোটিরও বেশি সম্পদ চিহ্নিত হয়েছে, যার মধ্যে প্রায় ৫০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।