ব্যবসার জন্য প্রয়োজন ছিল টাকার। লোনের জন্য আবেদন করলেও মেলেনি টাকা। শেষ পর্যন্ত বন্ধুর সাত বছরের মেয়েকে অপহরণ করে মুক্তিপণের দাবি করে দুই দুষ্কৃতি। তবে শেষরক্ষা হল না, CCTV ফুটেজ দেখে পুলিশের জালে পড়ল তারা। বিভিন্ন জায়গায় খোঁজ করে শেষ পর্যন্ত উত্তর দিনাজপুরের করণদিঘী থানার টুঙ্গিদিঘী চেকপোস্ট থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। তাদের পরিচয় জানতে পেরে অবাক গ্রামের লোক। মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুরের ঘটনা এটি। হরিশ্চন্দ্রপুর থানার গাংনদীয়া গ্রামের দুই অপহরণকারী মনসুর আলম এবং এজাজ আহমেদ নাবালিকার বাবা শেখ রাজুর অন্তরঙ্গ বন্ধু।