জেলে বসেই চলছে বন্দিদের স্পার্ম পাচার। হাতে নাতে ধরা পরে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি দক্ষিণ ইজরায়েলের। সেখানকার রামন কারাগারে বন্দি এক অপরাধী। তার স্পার্ম পাচার করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে 27, জুন মঙ্গলবার। কিন্তু কীভাবে এই স্পার্ম পাচার করা হচ্ছিল সেই বিষয়ে খোলসা করবো। জানা গেছে, কারাগারের পাঁচিল টপকে স্পার্ম পাচারের কাজ চলছিল। একটি বোতলের ভিতরে লুকিয়ে অপরাধীর ওই স্পার্ম জেলের বাইরে পাচার করার সময় ইজরায়েলি রক্ষীদের হাতে ধরা পড়ে যান এক ব্যক্তি। যে বন্দির স্পার্ম পাচার করা হচ্ছিল, তিনি রামন কারাগারের এক গোপন ঘরে বন্দি আছেন। তবে কেন ওই বন্দির স্পার্ম পাচার হচ্ছিল? কোনও চোরা কারবার চলছিল নাকি? এই প্রস্নগুলিই ঘোরাফেরা করছে নিশ্চয়ই আপনাদের মনে। এবার সেবিষয়ে জানা যাক।