বর্ষবরণের আগে, মহাজাগতিক অবস্থার সাক্ষী হিসেবে দেখা দিল 'ব্ল্যাক মুন'। যদিও সাধারণভাবে আমরা ব্লু-মুন বা ফুল মুন নিয়ে সচেতন, ব্ল্যাক মুন কম পরিচিত। এই বিশেষ মহাজাগতিক ঘটনা খুব কম ঘটে—প্রতি ১৯ বছর পরপর মাত্র একবার। ২০২৪-এর বর্ষবরণের আগে যেমন দেখা গিয়েছিল, তেমনই এটা ২০০৫ সালে দেখা দিয়েছিল শেষবার। আবার ২০৪৩ সালে দেখা যাবে। ব্ল্যাক মুন বলতে আমরা এমন একটি সময়কে বুঝি যখন এক মাসেই দুটি 'নিউ মুন' হয়। উল্টো ঘটনা যখন একই মাসে দুটি 'ফুল মুন' হয়, তখন সেটি ব্লু মুন।