সারা বিশ্বে প্রতি দিনই ঘটে যাচ্ছে কত কত ঘটনা। কোনও কোনও ঘটনা তো রীতিমতো রেকর্ড তৈরি করে ফেলছে। এই প্রতিবেদনে তেমনই একটা খবর আপনাদের জানাব। আর নতুন এই রেকর্ড গিয়েছে China র ঝুলিতে। চিন মাত্র দুই সেকেন্ডে একটি Maglev Train র গতি ৭০০ কিমি প্রতি ঘণ্টায় উন্নিত করে নতুন এক বিশ্ব রেকর্ড স্থাপন করেছে।Superconducting Electric Maglev System ব্যবহার করে এই কৃতিত্ব অর্জনকারী প্রথম দেশ হিসেবে চিন রেকর্ড গড়েছে। চিনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির বিজ্ঞানীরা একটি ম্যাগনেটিক লেভিটেশন ট্রেনের উপর পরীক্ষা চালান এবং প্রায় ১,০০০ কেজি ওজনের একটি যানকে এত দ্রুত গতিতে চালিত করতে সক্ষম হন।