স্পাই বেলুনের কথা মনে আছে আপনাদের? আমেরিকার আকাশে সন্দেহজনক এই চিনা স্পাই বেলুনের উপস্থিতি নিয়ে কম হইচই হয়নি। তখনই অভিযোগ ওঠে তাহলে কি গোপনে নজরদারি চালানোর জন্যই চিন আমেরিকার আকাশসীমার উপরে এই স্পাই বেলুন ছেড়ে দিয়েছিল? যদিও বেশিদিন এই ঘটনা স্থানী হয়নি। আকাশেই এই চিনা স্পাই বেলুনকে ধ্বংস করে দেওয়া হয় পেন্টাগনের নির্দেশে। এবার এই চিনা স্পাই বেলুন সম্পর্কে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এল। এই চিনা স্পাই বেলুনগুলি নাকি আমেরিকার আকাশসীমায় থেকে আমেরিকারই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে সেদেশেরই গোপন তথ্য চুরি করে পাঠাতো চিনে। ভাবুন কারবার।