একদিকে আফগানিস্তান ও অন্যদিকে বালোচিস্তান। এই দুই দুয়ের জাঁতাকলে কার্যত বিদ্ধ শাহবাজ শরিফের পাকিস্তান। আফগানিস্তানের সঙ্গে দুই দফয়ায় এয়ার স্ট্রাইকের পর সংঘর্ষি বিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কিন্তু বালোচ লিবারেশন ফ্রন্টের সঙ্গে পাকিস্তানি সংঘর্ষ যেন থামার কোনও লক্ষ্মণই নিচ্ছে না। বলা যায় প্রতিবারই বালোচ বিদ্রোহীরা বেশ বেগ দিচ্ছে পাক সেনাদের। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে বালোচ লিবারেশন ফ্রন্টের হামলায় কার্যত ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা পাক সেনার। ভিডিওটি দক্ষিণ বালোচিস্তানের কেচ প্রদেশের। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি গাড়ি থেকে কয়েকজন সেনা নেমে পড়লেন। এরপর পড়িমড়ি করে প্রাণ বাঁচাতে দৌড় লাগালেন। তার আগে গাড়িটিকে লক্ষ্য করে গুলি চলছে বোঝা যাচ্ছিল। আসুন দেখে নেব সেই ভিডিওটি।