একগুচ্ছ কর্মসূচি নিয়ে লন্ডনে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার লন্ডনের বুকে বাংলায় বিনিয়োগ টানতে শিল্প সম্মেলন করেন মমতা। সেখান দেউচা-পাচামির প্রসঙ্গ টেনে ব্রিটেন থেকে লগ্নির আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী বলেন ' আমাদের সময়ে কোনও কর্মদিবস নষ্ট হয় না, আগের জমানায় হত। আগে বিদ্যুতের সমস্যা ছিল কিন্তু এখন আর এসব নেই। বাংলায় ৪৬ শতাংশ বেকারত্ব কমেছে। দেউচা পাচামিতে প্রচুর কর্মসংস্থান হবে, দেউচা-পাচামি হলে আগামী ১০০ বছর বিদ্যুতের সমস্যা হবে না। পশ্চিমবঙ্গে ৬টি ইকোনমিক করিডর হবে। বাংলায় ২ হাজার ৮০০ তথ্য প্রযুক্তি কোম্পানি রয়েছে।' এভাবেই ব্রিটিশ শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পূর্বতন বাম সরকারকে নিশানা করেছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের জন্য বাংলা তার গরিমা হারিয়েছে। এই জমানায় সেই গরিমা পুনরুদ্ধার করা হয়েছে। পর্যটন শিল্পে এগিয়ে বাংলা। ক্ষুদ্র-মাঝারি শিল্পেও বাংলা শীর্ষে।'