COVID-19 এর ভ্যাকসিনের হতে পারে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া। এই প্রথম স্বীকার করল করোনা (COVID 19)-র টিকা প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca)। এই অ্যাস্ট্রাজেনেকা সংস্থাই কোভিশিল্ড (Covishield vaccine) টিকা তৈরি করেছে। ব্রিটিশ হাইকোর্টে অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে, এতে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম (TTS)-র মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমে শরীরে ব্লাড ক্লট হয়। অথবা শরীরে প্লেটলেট হুড়মুড়িয়ে কমতে শুরু করে দেয়। দীর্ঘ দিন ধরেই অভিযোগ উঠছিল, কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে। এবার সেই অভিযোগেই মান্যতা দিল অ্যাস্ট্রাজেনেকা।