লাগাতার বিবর্তনের পথে হাঁটছে পৃথিবী। সম্প্রতি একটি বড় খবর সামনে এসেছে। মাটির নীচে বিপদ ঘণ্টা। ভেঙে যাবে আফ্রিকা, মাঝে তৈরি হবে নতুন মহাসাগর। মাটির নীচের ভয়ানক হৃৎস্পন্দনের খবর সামনে এনে তোলপার ফেলে দিয়েছেন বিজ্ঞানীরা।