ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় এসেছে গেরুয়া শিবির । শুধু তেলেঙ্গানাতেই কংগ্রেস দুর্গ ধরে রাখতে পেরেছে। দেশজুড়ে বিজয়োল্লাসে মেতেছেন বিজেপি কর্মীরা। ভেঙ্কটেশ প্রসাদ এবং গৌমত গম্ভীর মোদির প্রশংসা করেছেন। বিজেপি কর্মীদেরও অভিনন্দন জানিয়েছেন। তিনরাজ্যে বিজেপির জয়ের পরই প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। পোস্টে লেখা দুটি শব্দ, পানৌতি কৌন? আর একটি ইমোজি।