আন্ডার ওয়াল্ডের দুনিয়ায় একটাই নাম যথেষ্ট। তিনি হলেন দাউদ ইব্রাহিম। আশির দশক থেকে তিনি নিজের দোদর্ন্ড প্রতাপ ভূমিকায় রাজ করেছেন মুম্বই জুড়ে। মাদক, চোরা চালান, দেহব্যবসা, অর্থ পাচার, জাল নোট- অপরাধের সব শাখার সঙ্গেই যেন ওতোপ্রতোভাবে নাম জড়িয়ে ছিল দাউদের। এমনকী 1993 সালে মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত দাউদ। রাষ্ট্রসংঘের তালিকায় মোস্ট ওয়ান্টেডও বটে। কয়েক মাস আগে এই খবরও পাওয়া গেছিল, যে বর্তমানে সরকারের শীর্ষপদে আসীন এই দাউদ।