ভোটে জিতে ফের হোয়াইট হাউজে পা রাখতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি আমেরিকায় দ্বিতীয়বার রাজত্ব করবেন। জো বাইডেনকে তাঁরই দলের একাংশ চাপ দিয়ে নির্বাচনী লড়াই থেকে সরিয়ে দিয়েছিল বলে খবর।বাইডেনের পরীবর্তে ডেমোক্র্যাট প্রার্থী হওয়া কমলা হ্যারিস বেশ গোহারাই হেরেছেন ট্রাম্পের কাছে। এই আবহে নির্বাচনের পরে প্রথমবার মুখ খুললেন বাইডেন, তিনি বলেন, 'শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করবে ডেমোক্র্যাটরা।' পাশাপাশি নির্বাচনের ফল নিয়ে তিনি বলেন, 'গণতন্ত্রে জনগণের ইচ্ছা সবসময়ই প্রাধান্য পায়।' এই কথাটি বলার পিছনেও কারণ রয়েছে বাইডেনের। কারণ, শোনা গিয়েছিল বাইডেন যখন জিতে ক্ষমতায় এসেছিলেন তখন ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে নাকি 'ব্যাঘাত' ঘটিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।