ট্যারিফ নিয়ে গোটা বিশ্বজুড়ে দাপাদাপি শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই ‘পাগলামি’তে বিপাকে পরেছে একাধিক দেশ। তবে তিনি যে কোনও সমালোচনার তোয়াক্কা করেন না। কেননা তিনি আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা। তাঁর বিরুদ্ধে মুখ খোলার আস্পর্ধা কারোর নেই। আর খুললেও তাঁর কপালে শনি নাচবে। বাস্তবে তেমনটাই হল। প্রাক্তন আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। আর তারপরেই দেখা গেল আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই তাঁর বাড়িতে হাজির। তল্লাশি অভিযান চলায় তাঁর বাড়িতে। ট্রাম্পের বিরুদ্ধে মুখ খোলার জেরেই এই প্রতিহিংসা বশত এই কান্ড ঘটানো হয়েছে বলে মনে করছেন অনেকেই।