American President Donald Trump India র উপর 50 শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন। আর এই শুল্ক চাপানোর নীতি নিয়ে নিজের দেশেই চাপের মুখে ট্রাম্প। এই শুল্কের বিরুদ্ধে 3 ডেমোক্রেটিক সাংসদ সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন ট্রাম্পের দিকে।