'টিম কুকের সঙ্গে দেখা হল আগেরদিন। ও ভারতে উৎপাদন করছে। ভারত বিশ্বের অন্যতম সর্বাধিক শুল্কের দেশ। টিম আমার বন্ধু। আগে চিনে তৈরি করত। এবার ভারতে উৎপাদন করছে'। অ্যাপলের সিইও-কে বার্তা ডোনাল্ড ট্রাম্পের।