ইথিওপিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একদল ইথিওপিয়ান সঙ্গীতশিল্পী ভারতের প্রধানমন্ত্রীর অভ্যর্থনায় গাইলেন 'বন্দে মাতরম'। বিদেশি কণ্ঠে ভারতের জাতীয় গান শুনে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন নমো। দু'হাত উপরে তুলে করতালি দিয়ে অভিবাদন জানালেন তিনি।