গাজায় কেউ অনাহারে নেই। গাজাবাসীকে অনাহারে রাখার কোনও অভিপ্রায় আমাদের নেই। না হলে গাজায় এখন কোনও মানুষই থাকত না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমনটাই দাবি করেছেন। কিন্তু এই দাবি খারিজ করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি আবার বলেছেন, গাজার মানুষ বাস্তবিকই অনাহারে আছে। দুই রাষ্ট্রনেতার মধ্যে মত বিরোধ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।