মাটির তলায় কী রয়েছে তা জানতে খনন কার্য চালাচ্ছিল প্রত্নতাত্ত্বিক বিভাগ। আর কয়েকদিন ধরে খনন কার্য চালানোর পর যা ঘটল তাতে রীতিমতো চোখ কপালে উঠেছে খননকার্যে নিযুক্ত কর্মীদের। মাটির তলা থেকে উঠছে তাল তাল সোনা। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কী কী রয়েছে এই সোনার জিনিসপত্রে? তাহলে শুনুন, সোনার চাদর থেকে শুরু করে সোনার গয়না, সোনার বেল্ট এসব কিছুই পাওয়া গিয়েছে মাটি খুঁড়ে। এখানেই শেষ নয় মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে তিমি মাছের দাঁত দিয়ে তৈরি কানের দুলও। এতদুর শুনে নিশ্চয়ই মনে করছেন কোথায় মিলল এই বিপুল খাজানা? তাহলে শুনুন, ভারতে নয়।