লবণের দানার চেয়েও ছোট ব্যাগ। তার দাম জানেন কত? শুনলে চলকে যাবেন। ভারতীয় টাকায় প্রায় 51 লক্ষ টাকা। আর এই চোখে দেখতে না পাওয়া ব্যাগের দাম শুনে অবাক সকলেই। মহিলারা বরাবরই তাদের ব্যাগ, জামা কাপড়,জুতো,গয়না নিয়ে খুবই সজাগ থাকেন। এই সব কিছুর মধ্যে ব্যাগ মহিলাদের অন্যতম প্রিয় একটি জিনিস। ক্লাচ, টটে, স্যাচেল,দাফেল সহ্য আরো নানা ধরনের ব্যাগ বাজারে পাওয়া যায়। ফুটপাথ থেকে বিশ্বের বিভিন্ন নামি দামি ব্র্যান্ড সব জায়গায় ব্যাগের আধিপত্য দেখার মতো। এবার সেইরকমই এক অবাক করার মতো ব্যাগ নিয়ে হাজির এক নামি সংস্থা। যে ব্যাগের কথা বলা হচ্ছে তার পরিমাপ করতে হচ্ছে মাইক্রোমিটারে। সেই ব্যাগ নাকি লবণের একটা দানার থেকেও ছোট, মাইক্রোস্কোপ ছাড়া দেখাই যাবে না। আর তাই সেই হ্যান্ডব্যাগের নাম মাইক্রোস্কোপিক হ্যান্ডব্যাগ। যার দাম আকাশছোঁয়া। ভারতীয় টাকায় এই ব্যাগের দাম 51 লক্ষ টাকা।