প্রতি বছর ৩ সেপ্টেম্বর ন্যাশনাল স্কাইস্ক্র্যাপার ডে বা জাতীয় গগনচুম্বি ইমারত দিবস পালন করা হয়। পৃথিবীজুড়ে এমন অনেক আকাশ ছোঁয়া অট্টালিকা রয়েছে। ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদের কারিগরি কামাল দেখলে কুর্নিশ করতে হয়। এই দিন ওই সমস্ত মানুষদের কাজকে স্বীকৃতি দেওয়ার দিন হিসেবে পালন করা হয়। বিশ্বের বিখ্যাত অর্কিটেক্ট এবং মেন্টর রূপে পরিচিত লুই এইচ সুলিভান এর জন্ম দিন এই ৩ সেপ্টেম্বর। তাঁর জন্মদিনকেই ন্যাশনাল স্কাইস্ক্র্যাপার ডে হিসেবে পালন করা হয়। পৃথিবীর প্রথম গগনভেদী অট্টালিকা ১৮৮৫ সালে শিকাগোতে তিনিই তৈরি করেছিলেন। যাতে ১০টি তলা ছিল এবং ১৩৮ ফিট বা ৪২ মিটার উঁচু ছিল বিল্ডিংটি। এছাড়া তিনি এমন আরও বেশ কিছু বিল্ডিং, সেন্টার এবং অডিটোরিয়াম নির্মাণ করেছিলেন। যা সেই সময় কোনও চমৎকারের চেয়ে কম ছিল না। আসুন আজকে আমরা গোটা পৃথিবীর ওই সমস্ত ৭ টি উঁচু অট্টালিকা সম্পর্কে জেনে নিই, যা এপ্রিল ২০২২ পর্যন্ত সবচেয়ে উঁচু বলে গণ্য।