24 ঘণ্টায় 2 হাজার 200 বার ভূমিকম্পে কেঁপে উঠল আইসল্যান্ড। সিঁদুরে মেঘ দেখছেন বিজ্ঞানীরা। আর কিছু অবশিষ্ট আছে দেশটার? প্রশ্ন উঠছে। জানা গিয়েছে ভূমিকম্প প্রথম অনুভূত হয় আইসল্যান্ডের রাজধানী রেকজাভিক। বিশেষজ্ঞদের মতে, কম্পনের উৎসস্থল ছিল ফাগরাডালসফিয়ল পাহাড়ের পাদদেশে। এই পর্বতের অবস্থান আগ্নেয়গিরির উপরে। বুধবার ঘড়িতে যখন বিকেল 4টে ঠিক সেই সেময় কাঁপতে শুরু করে আইসল্যান্ডের মাটি। এরপর 24 ঘণ্টার মধ্যে লাগাতার চলতেই থাকে একের পর এক কম্পন। দেখা গিয়েছে 2 হাজার 200 বার কম্পন হয়েছে। স্বাভাবিক ভাবেই বাড়ছে উদ্বেগ। আইসল্যান্ডের আবহাওয়া অফিসের তথ্য বলছে, এইসব ভূমিকম্পের মধ্যে মাত্র চারটির মাত্রা চারের বেশি ছিল, যা মৃদু ভূমিকম্প হিসেবেই বিবেচিত হয়েছে। এই ভূমিকম্পের ফলে বিমান চালনা সংক্রান্ত সতর্কতা-সিগন্যাল 'সবুজ' থেকে 'কমলা' করা হয়। ইউরোপের মধ্যে আইসল্যান্ড সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি-অঞ্চল। কিন্তু কেন এতবার কাঁপল মাটি? মনে করা হচ্ছে অগ্ন্যুৎপাতের লক্ষণ হতে পারে এই কম্পনে। আসলে আইসল্যান্ডের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য যা, তাতে ঘনঘন কম্পন হয়। কিন্তু এত অল্প সময়ে এতবার কম্পন আগে হয়নি। তাহলে কি বড়সড় প্রাকৃতিক দুর্যোগ ঘটতে চলেছে আইসল্যান্ডে? দুর্যোদের মেঘ কিন্তু ঘনাচ্ছে।