ভারতের হাতে ইতিমধ্যেই রয়েছে ফ্রান্সের তৈরি রাফাল এবং রাশিয়ার তৈরি সুখোই যুদ্ধবিমান, যা ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে আসছে। সম্প্রতি রাশিয়া ভারতকে পঞ্চম প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান Su-57 ও আধুনিক 4.5 প্রজন্মের Su-35 বিক্রি করতে আগ্রহ প্রকাশ করেছে। তবে নয়াদিল্লি এখনো এই দুই যুদ্ধে বিমানের কোনোটিই কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি। এই বিক্রয় প্রস্তাব যুদ্ধবিমান শক্তিকে আরও উন্নত করার একটি সুযোগ হলেও, নয়াদিল্লির ইতিমধ্যে বিদ্যমান বিমান ও নিরাপত্তা নীতিমালা কারণে নতুন যুদ্ধবিমান কেনার ব্যাপারে দ্বিধা রয়েছে। ভবিষ্যতেও ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন বিকল্পের খোঁজ অব্যাহত থাকবে।