Venezuela এ America র অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ India র। রবিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে New Delhi। 4 জানুয়ারি প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, South America র ওই দেশে যা ঘটছে, তা ভারতের কাছে ডিপ কনসার্ন-এর বিষয়।