Tariff নিয়ে India ও America র মধ্যে সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছেছে তা সবারই জানা। মূলত রাশিয়ার থেকে ভারত তেল কেনার কারণেই ভারতের উপরে চটেছেন আমেরিকার প্রেসিডেন্ট Donald Trump। যদিও ট্রাম্পের সেই চোখ রাঙানিকে একেবারেই গুরুত্ব দেয়নি ভারত। এর এই সবের মাঝে ভারত ও ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেই চলেছেন ট্রাম্প। কখনও ভারতের অর্থনীতিকে কটাক্ষ করছেন তিনি, তো কখনও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করছেন। এবার বড় দাবি ট্রাম্পের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, মোদি ট্রাম্পকে ভালোবাসেন। তাই ট্রাম্প কখনওই মোদির রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিতে চান না। এখানেই শেষ নয়, ট্রাম্প আরও দাবি করেন, ভারত নাকি Russian Oil কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছে। ট্রাম্প বলেন, মোদি একজন মহান মানুষ যে, তিনি ট্রাম্পকে ভালোবাসেন। আমি তাঁর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চাই না, ঠিক আছে? শুনুন ঠিক কী বলেছেন ডোনাল্ড ট্রাম্প।