ঢাকার শহিদ মিনারে যেন মানুষের ঢল নেমেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত ১২টা ১ থেকেই ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের জনগণ অংশ নেন। রাত ১২টা ১ মিনিটে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। সেইসঙ্গে অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ বাজানো হয়। এবার মহান শহিদ দিবসের ৭২তম বছর পূর্ণ হচ্ছে। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা বাংলা মায়ের সাহসী সন্তানদের অনন্য আত্মত্যাগের এই দিনকে রাষ্ট্রসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। তারপর থেকে সারা বিশ্বেই নিজ নিজ মাতৃভাষা নিয়ে বিভিন্ন কর্মসূচির ভেতর দিয়ে দিনটি পালিত হচ্ছে।