সম্প্রতি ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ দেখা গিয়েছে। সেই সময় আবার ইরানের পরমাণু কেন্দ্র হামলা চালায় আমেরিকাও। যদিও তাতে ইরানের ক্ষয়ক্ষতি কতটা হয়েছিল তাই নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। এরই মধ্যে বড় খবর সামনে আসছে। সম্প্রতি বিশ্লেষণ করা একটি স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে যে, ইরান সম্ভবত তার ইমাম খোমেইনি মহাকাশ বন্দরে একটি অঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ সত্ত্বেও তেহরানের অস্ত্র কর্মসূচি বজায় রাখার প্রচেষ্টাকেই তুলে ধরে।