শ্রীলঙ্কা, বাংলাদেশের পর এবার ভারতের আরেক প্রতিবেশী দেশ উত্তপ্ত। পরিস্থিতি এতটাই অশান্তি যে,কার্ফু জারি করতে হয়েছে। গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে নেপালের বিক্ষোভ। রাজধানী কাঠমাণ্ডুতে জারি করা হল কার্ফু। Gen Z ছেলেমেয়েরা রাস্তায় নেমে পড়েছে। নেপালের সংসদেও ঢুকে পড়েছে তারা। পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ছে। কিন্তু তাতেও দমানো যাচ্ছে না বিক্ষোভ। পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। প্রশ্ন উঠছে, সরকার পড়ে যাবে নাকি? ইতিমধ্যেই জরুরিকালীন বৈঠক শুরু করে দিয়েছে নেপাল সরকার। কাঠমাণ্ডুতে নামানো হল সেনা। বিক্ষোভের মূল কারণ হল, সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা। এবং এই প্রথমবার Gen Z ছেলেমেয়েরা রাস্তায় নেমে সরকারকে চ্যালেঞ্জ করলেন। নেপালে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সব সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছেন Gen Z ছেলেমেয়ারে। যার জেরে কাঠমাণ্ডুতে কার্ফু।