মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ ইজরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে প্রথম থেকেই ইজরায়েলের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা। অস্ত্র থেকে শুরু করে সবকিছু দিয়েই ইরানকে রুখে দেওয়ার জন্য ইজরায়েলের হাত শক্ত করেছিল ট্রাম্প প্রশাসন। এমনকী ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে B-2 বোমারু বিমান দিয়ে শক্তিশালী বাঙ্কার বাস্টার GBU-57 বোমা নিয়ে হামলা চালায় আমেরিকা। এমনকী ৩০টি টমাহক মিসাইলও ছোঁড়া হয় ইরানের এসফাহান ও নাতানজ পরমাণু কেন্দ্র লক্ষ্য করে। তবে মূল হামলাটি হয় ইরানের ফোরডো পরমাণু কেন্দ্রে। এখানেই প্রায় ১২টি GBU-57 বোমা ফেলা হয় বলে খবর। কিন্তু এই ১২দিন ধরে চলা সংঘর্ষের পরই তড়িঘড়ি যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয়। কিন্তু ততদিনে আমেরিকার যা আর্থিক ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। জানা গিয়েছে ইরানের মিসাইল হানা আটকাতে ইজরায়েলে যে THAAD ইন্টারসেপ্টর ব্যবহার করেছে আমেরিকা তাতে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি আমেরিকান ডলার। এই THAAD-এর পুরো কথা হল Terminal High Altitude Area Defense ইন্টারসেপ্টর। সূত্রের খবর, পৃথিবী জুড়ে মোতায়েন এই THAAD ইন্টারসেপ্টরের ১৫-২০ শতাংশই আমেরিকা খরচ করে ফেলেছে ইজরায়েল ও ইরানের ১২ দিনের সংঘর্ষে।