লাইভে বসে বিশ্বের মোস্ট পাওয়ার ফুল President Vladimir Putin। আর সেখানে পুতিনের সামনে নির্ভয়ে টেলিভিশনের পর্দায় তাঁর বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন ওই Journalist। শুধু তাই নয়, ক্ষমতাধর প্রেসিডেন্টকে তাদের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ করে বসেন ওই সাংবাদিক। আর সেই ভিডিও Social Media তে পোস্ট হতেই Viral হয়ে পড়ে।