লন্ডন, অস্ট্রেলিয়ার পর এবার সান ফ্রান্সিসকো। খলিস্তানপন্থীরদের হামলা সান সান ফ্রান্সিসকোর দূতাবাসে। জাতীয় পতাকা নামিয়ে হলুদ রঙের খলিস্তানি পতাকা টাঙিয়ে দেয় আন্দোলনকারীকরা। এখানেই শেষ নয়, হাতে অস্ত্র নিয়ে আন্দোলনকরাীরা দূতাবাসে চড়াও হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে খলিস্তান নেতা অমৃতপাল সিংকে মুক্ত করতে হবে। এই দাবিতেই বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, অস্ত্র হাতে ভারতীয় দূতাবাসে ঢুকছে বিক্ষোভকারীরা। দূতাবাসের দেওয়ালে স্প্রে পেইন্ট দিয়ে তাঁরা লিখছেন ফ্রি অমৃতপাল সিং। অর্থাৎ মুক্ত করতে হবে অমৃতপাল সিং-কে। ভারতীয় পতাকা নামিয়ে দেওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। এই একই ঘটনা ঘটেছিল লন্ডনের ভারতীয় হাই কমিশনেও। এর কড়া জবাব দেয় ভারতও।