মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে রয়েছে। এবার আগুনে ঘি ঢাললেন কিম জং উন। তিনি ঘোষণা করলেন তিনি অস্ত্র দেবেন মধ্যপ্রাচ্যে। যুদ্ধের মাঝে কিমের কিমের এই নতুন ফন্দিতে উদ্বেগ বাড়ছে। তাঁর কোরিয়া রীতিমতো মধ্যপ্রাচ্যে জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিতে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন তাঁর কর্মকর্তাদের ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে ফিলিস্তিনিদের সমর্থন করার নির্দেশ দিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে জঙ্গি গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রির বিষয়ে বিবেচনা করতে পারেন।