টানা এক বছর মঙ্গলগ্রহে কাটাবেন কানাডার বিজ্ঞানী। প্ল্যান শেয়ার করলেন বায়োলজিস্ট। মহাকাশ নিয়ে চিরকালই আগ্রহ পৃথিবীর বাসিন্দাদের। ছেলেবেলা থেকে চাঁদ, মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। তবে এবার বাস্তবে সেই অসাধ্য সাধন করবেন কেলি হাসটন। এক বছরের জন্য মঙ্গলগ্রহের সফরে যাচ্ছেন কানাডিয়ান এই বায়োলজিস্ট। যদিও ছেলেবেলা থেকে লালগ্রহে থাকার কোনও কল্পনা ছিল না তাঁর। কী ভাবে এই সুযোগ এলো সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন কেলি নিজেই। তবে যে মঙ্গলগ্রহের কথা বলা হচ্ছে আসলে সেই মঙ্গলগ্রহ নয়। হাউস্টনে একটি নির্জন এলাকায় তৈরি করা হয়েছে মঙ্গলগ্রহের মত বসতি। নাসার এই প্রজেক্টে সামিল হচ্ছেন কেলি হাসটন এবং তাঁর আরও তিন সঙ্গী।