জাপান সফরে গিয়ে এক অনন্য পুরস্কার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানের সৌভাগ্যের প্রতীক 'দারুমা ডল' গিফ্ট পেয়েছেন মোদি। শুক্রবার, ২৯ অগস্ট দুদিনের জাপান সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত-জাপান জয়েন্ট ইকোনমিক ফোরামে যোগ দেন তিনি। তুলে ধরেন দুই দেশের পারস্পরিক সম্পর্কের কথা। তার পরে যান শোরিনজান দারুমা-জি মন্দিরে। সেখানেই মন্দিরের প্রধান পুরোহিত রেভারেন্ড সেইশি হিরোসে মোদির হাতে তুলে দেন সৌভাগ্যের প্রতীক এই 'দারুমা ডল'। সৌভাগ্যের পাশাপাশি এই 'দারুমা ডল'-কে জাপানি সংস্কৃতির অবিচ্ছেদ্য এই পুতুলকে অধ্যবসায় ও আত্মবিশ্বাসের প্রতীক হিসাবেও ধরা হয়।